মান্দায় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মান্দা থানা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩; সময়: ৯:২৫ অপরাহ্ণ |
মান্দায় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মান্দা থানা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘অঙ্কুর’ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ম্যাসব্যাপী চলা এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মান্দা থানা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ। রানার আপ হয়েছে পরানপুর উচ্চবিদ্যালয়।

মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত মঞ্চে আন্তবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘তথ্য প্রযুক্তির অপব্যবহরের কারণেই কিশোর অপরাধ বাড়ছে’। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছে ইসরাত জাহান নওমী।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ। তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষার সঙ্গে সহশিক্ষার সমন্বয় সবচেয়ে ভালো। সহশিক্ষা হিসেবে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে। বিতর্কের মাধ্যমে আমরা জ্ঞান ও যুক্তির চর্চা করি। এর মাধ্যমে আমরা যদি যুক্তিশীল সমাজ গঠন করতে পারি, তাহলে এই প্রয়াস সার্থক হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক। বক্তব্য রাখেন বিচারক দলের প্রধান ড. নিতাই চন্দ্র সরকার, মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানারআপ দলকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ বিতার্কিককে দেওয়া হয় ১০ হাজার টাকা পুরস্কার। মাসব্যাপী চলা এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৭৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে