আইনি ঝামেলায় ‘হেরা ফেরি-ফোর’

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩; সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
আইনি ঝামেলায় ‘হেরা ফেরি-ফোর’

পদ্মাটাইমস ডেস্ক : বর্তমানে সংবাদের শিরোনামে বলিউডের আইকনিক সিনেমা ‘হেরা ফেরি’র বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি। প্রতিদিনই একটা না একটা নতুন তথ্য উঠে আসছেই। সুনীল শেঠী, অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের এই ত্রিমূর্তি সংস্করণে যোগ দিচ্ছেন অভিনেতা সঞ্জয় দত্তও। খলনায়কের চরিত্রে অভিনয় করবেন এই দাপুটে তারকা।

হেরি ফেরি-ফোর’র প্রথমে খিলাড়ি অক্ষয় কুমারকে নিয়েও ঝামেলা চললেও বর্তমানে সব সমস্যা মিটে গেছে। ছবি ঘোষণার পর থেকেই ভক্তরা এটি নিয়ে অত্যন্ত উত্তেজিত। তবে এবার আইনি সমস্যার কারণে আবারও শিরোনামে এল এই ছবি। একটি ট্রেড ম্যাগাজিন অনুসারে টি-সিরিজ ‘হেরা ফেরি-ফোর’র নির্মাতাদের কাছে একটি পাবলিক নোটিশ জারি করেছে। এবং অভিযোগে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি গানের সমস্ত অডিও এবং ভিজ্যুয়াল অধিকার করার দাবি করেছেন তারা।

নোটিশের একটি উদ্ধৃতিতে লেখা হয়েছে, “সাধারণভাবে এবং ফিল্ম বাণিজ্যের জন্য বিশেষভাবে নোটিশ দেওয়া হচ্ছে যে সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড অর্থাৎ টি-সিরিজ সংগীত ও অডিও-ভিজ্যুয়াল গানের ক্ষেত্রে কপিরাইটের একমাত্র ও নিরঙ্কুশ মালিক। মাস্টার সাউন্ড রেকর্ডিং, সাহিত্যকর্ম এবং বাদ্যযন্ত্রের কাজগুলো সাউন্ড রেকর্ডিং গুলিতে মূর্ত করা হয়েছে। হিন্দি ভাষার চলচ্চিত্রে বর্তমানে ‘শিরোনামহীন’, ‘হেরা ফেরি’ চলচ্চিত্রের একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে মুক্তি পাবে, মিউজিক এবং অডিও ভিজ্যুয়াল গানের স্বত্ব বেস ইন্ডাস্ট্রিজ গ্রুপ টি-সিরিজকে বরাদ্দ করেছে।”

‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি পার্ট-টু থেকে পার্ট-ফোরে চলে যাওয়ার এটাই একমাত্র কারণ। ‘হেরা ফেরি-ফোর’ পরিচালনা করবেন ফরহাদ সামজি। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠির মূল কাস্ট ছাড়াও, ছবিতে সঞ্জয় দত্তও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে