সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩; সময়: ১০:২৫ পূর্বাহ্ণ |
সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে তিনদিন ব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ মেলায় সরকারি ও বেসরকারি ২৪টির অধিক প্রতিষ্ঠানের স্টলে আধুনিক কৃষি ও প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও পণ্য প্রদর্শন করা হয়েছে।

এর আগে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কৃষক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে