তানোরে কৃষকদের মাঝে আউশ প্রনোদনা বীজ ও সার বিতরন

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩; সময়: ১০:১২ পূর্বাহ্ণ |
তানোরে কৃষকদের মাঝে আউশ প্রনোদনা বীজ ও সার বিতরন

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কৃষকদের মাঝে আউশের প্রনোদনা সার ও বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে তানোর উপজেলা অডিটরিয়ামে তানোর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও কৃষি প্রনোদনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষকের প্রতিজনকে বিনামূল্যে বীজ ৫ কেজি করে উফশী ধান বীজ ১০ কেজি টিএসপি ও ১০ কেজি পটাশ বিতরণ কর্মসূচির।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে