কচুয়ায় রত্নগর্ভা মা শাহজাদী বেগমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ৭:৩০ pm |
কচুয়ায় রত্নগর্ভা মা শাহজাদী বেগমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা মরহুম শাহজাদী বেগমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার কলেজের আয়োজনে স্মরন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম। কলেজের গর্ভনির্ংবডির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় স্মৃতিচারন বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

বক্তব্য রাখেন, মরহুমের জৈষ্ঠ্য সন্তান ও পটুয়াখালী জেলার সিনিয়র ও জেলার দায়রা জজ জাহাঙ্গীর আলম রবিন,জার্মান প্রবাসী আবুল কালাম আজাদ,প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস ইউং সালাউদ্দিন মাহমুদ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, সেলিম হোসেন প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমা শাহজাদী বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে