বরেন্দ্র কলেজে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের সেমিনার

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ৭:২৬ অপরাহ্ণ |
বরেন্দ্র কলেজে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের সেমিনার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির ভবিষৎ দিক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) বেলা ১২ টার দিকে বরেন্দ্র কলেজ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম। বরেন্দ্র কলেজের অধ্যক্ষ ইফ্ফাত আরা রাকার সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইইই বিভাগের শিক্ষক ওমর কামরুল ইসলাম। ইইই বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সেমিনারে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এসময় বিভাগের কো-অর্ডিনেটর এমদাদুল হকসহ অন্যান্য শিক্ষক ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে