তানোরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ৭:০৯ অপরাহ্ণ |
তানোরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন।

তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ। এসময় শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ‘প্রধান মন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে জন্য প্রধান মন্ত্রী উপহার হিসেবে বাইসাইকেল ও উপবৃত্তি প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে