দৌলতপুরকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে প্রেস কনফারেন্স

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ৬:৩৭ অপরাহ্ণ |
দৌলতপুরকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে প্রেস কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ও দৌলতপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে প্রেস কনফারেন্স করেছে দৌলতপুর উপজেলা প্রশাসন।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সাংবাদিকদের অবগত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম।

এ সময় তিনি জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবার কে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনসহ প্রায় ৫০ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। দৌলতপুর উপজেলা তার মধ্যে অন্যতম।

তিনি আরও জানান, ইতিমধ্যে উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৯০ টি ভূমি ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে ভূমি ও গৃহহীনদের তালিকা সংগ্রহ করে তাদের জমি ও ঘর প্রদান করা হয়েছে।

এরপরও যদি ভূমি ও গৃহহীন কাউকে পাওয়া যায় তবে, উপজেলার প্রাগপুর ইউপির পাকুড়িয়া আবাসন প্রকল্পে তাকে বরাদ্ধ প্রদান করা হবে। তিনি আরো জানান, সেখানে ৮০ টি ভূমি ও গৃহহীন পরিবারকে বরাদ্দ দেয়া সম্ভব হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে