পোরশায় ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ৬:৩১ অপরাহ্ণ |
পোরশায় ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকালে ইউএনও’র কার্যালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতির বক্তব্যে ইউএনও সালমা আক্তার বলেন, ২২ মার্চ এ উপজেলায় ১৫৪টি পরিবারকে ঘর ও ২ শতাংশ জমির দলিল দেওয়া হবে। এ উেপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩৬৩টি ঘর ইতোমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

এর আগে ১ম, ২য় ও ৩য় ধাপের ঘরগুলি হস্তান্তর করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ সারা দেশের সাথে এ উপজেলায় ১৫৪ টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করবেন।

এসময় অন্যানোর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেনসহ উপজেলার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে