মান্দায় উপহারের বাড়ি পাচ্ছেন ১৭৭ পরিবার

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ৫:০১ অপরাহ্ণ |
মান্দায় উপহারের বাড়ি পাচ্ছেন ১৭৭ পরিবার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা বাড়ি পাচ্ছেন ১৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

সোমবার বিকেলে ইউএনওর সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।

সংবাদ সম্মেলনে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, মান্দা উপজেলায় তিন ধাপে ১৬৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসন করা হয়েছে। এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দলিল। চতুর্থ পর্যায়ে নির্মিত বাড়িগুলো পাচ্ছেন আরও ১৭৭ পরিবার। একই সঙ্গে ২ শতাংশ জমির মালিকানাও পাবেন তারা।

ইউএনও আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ‘ক’ শ্রেণির অন্তর্ভূক্ত পরিবারকে চিহ্নিত করে পূনর্বাসনের আওতায় আনা হয়েছে। খুব শিগগিরই মান্দা উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে