পুলিশের হেলমেট ভাঙার মামলায় কাজল-খোকনের আগাম জামিন

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ১২:০৩ অপরাহ্ণ |
পুলিশের হেলমেট ভাঙার মামলায় কাজল-খোকনের আগাম জামিন

পদ্মাটাইমস ডেস্ক : সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের কর্তব্য কাজে বাঁধা ও হেলমেট ভাঙার অভিযোগে করা মামলায় আগাম জামিন পেয়েছেন বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১৪ বিএনপি সমর্থিত আইনজীবী।

সোমবার (২০ মার্চ) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি সেলিম ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

আজ আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী।

মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল ছাড়া অন্য আসামিরা হলেন গাজী কামরুল ইসলাম সজল, এসএম মুক্তার কবির খান, আশরাফুজ্জুমান খান, মাহবুবুর রহমান খান, মাহদীন চৌধুরী, মঞ্জুরুল সুজন, কামরুল ইসলাম, গোলাম আক্তার জাকির, নুরে আলম সিদ্দীকী সোহানসহ সাড়ে তিনশত বিএনপিপন্থী আইনজীবী।

পুলিশের কর্তব্যকাজে বাঁধা দেওয়া ও পুলিশের হেলমেট ভাঙার অভিযোগে মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় গত ১৬ মার্চ মামলা করে পুলিশ। আজ আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। শুনানি শেষে আদালত ৮ সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে