অবশেষে গুচ্ছ পদ্ধতিতে না যাওয়ার সিদ্ধান্তে ইবি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩; সময়: ৬:২৬ অপরাহ্ণ |
অবশেষে গুচ্ছ পদ্ধতিতে না যাওয়ার সিদ্ধান্তে ইবি

নিজস্ব প্রতিবেদক, ইবি : আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছে না গিয়ে চিরাচরিত ভর্তি পদ্ধতিতেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রবিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, সভায় একাডেমিক কাউন্সিলের ২৫০ জন সদস্যের মধ্যে ১৬০জনের অধিক সদস্যের উপস্থিতিে সর্বসম্মতিক্রমে গুচ্ছ ভর্তি পদ্ধতির পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

এবিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। উপাচার্য বরাবর লিখিত দাবিও জানানো হয়েছিল। আজকের সভায় ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সমন্বয়হীনতা ও উচ্চশিক্ষার বৈষম্যসহ নানাবিধ কারন উল্লেখ করে গুচ্ছে থাকার বিপক্ষে মত দেন শিক্ষকরা।

তিনি আরো বলেন, আমরা আগামী ৩০ জুনের মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শেষ করে পহেলা জুলাই থেকে ক্লাস শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি। ভিসি মহোদয় বলেছেন অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সাথে মিটিং ডেকে এটি বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু করবেন।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে