ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩; সময়: ৫:৪২ অপরাহ্ণ |
ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার ধামিন নওগাঁ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) ধামিন নওগাঁ উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি নতুনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও শুভেচ্ছা জানান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে বক্তব্যকালে সরকারের শিক্ষা খাতের সকল উন্নয়ন তুলে ধরেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে। এখান থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। আর আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে পবা-মোহনপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মান আরো উন্নত করে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যাক্ত করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কেশরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনারুল হক হেনা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলফোর রহমান, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুস্তম আলী প্রামাণিক, কেশরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট বাজার বনিক সমিতির সভাপতি শাহিনুর রহমান শাহিন, আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি, কেশরহাট পৌর কাউন্সিলরবৃন্দ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে