স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টের সমাপনি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩; সময়: ৯:৪৪ অপরাহ্ণ |
খবর > খেলা
স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টের সমাপনি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম কর্তৃক আয়োজিত ও এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স. রাজশাহীর ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম আয়োজিত ১৪, ১৫ ও ১৬ মার্চ এই তিন দিনব্যাপি স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম-পিপিএম, আরএমপি কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার)-পিপিএম(বার), বাঙলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এসএম হায়দার।

টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে বাংলাদেশের বিভিন্ন জেলা ও সাতটি ক্লাবের প্রায় ৪৩ জন টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেন। যারমধ্যে রাজশাহীর ১১ জন। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রাও ও কাউছার আলী। এতে কাইছার আলী বিজয়ী হন।

টুর্নামেন্টের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ডেভিস কাপ প্লেয়ার ও বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এর ডেভেলোপমেন্ট সেক্রেটারী শেখ মঈনউদ্দীন ওয়ালী উল্লাহ ঝিলান এবং টুর্নামেন্টের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স. রাজশাহীর ভাইস চেয়ারম্যান মো. খসরু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে