অস্কারে পারফর্ম করবেন না লেডি গাগা

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩; সময়: ১:৫২ pm |
খবর > বিনোদন
অস্কারে পারফর্ম করবেন না লেডি গাগা

পদ্মাটাইমস ডেস্ক : অস্কারে পারফর্ম করছেন না বিশ্বখ্যাত পপতারকা লেডি গাগা। এই বছর অস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনীত হয়েছে লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’ গানটি। গুঞ্জন ছিল অস্কারের রাতে মঞ্চে গানটিতে পারফর্ম করবেন গাগা। তবে অস্কারে উপস্থিত থাকলেও মঞ্চে পারফর্ম করবেন না তিনি।

জানা গেছে, গাগার আসন্ন চলচ্চিত্র ‘জোকার: ফোলি এ ডিউক্স’-এর শিডিউল জটিলতার কারণে অস্কারে অন্যান্য মনোনীত শিল্পীদের মতো পারফর্ম করতে পারছেন না গাগা। ১২ মার্চ অস্কার অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই বিভাগের অন্যান্য মনোনীত শিল্পীরা নিজ নিজ গানে পারফর্ম করবেন বলেও জানা গেছে।

অস্কার প্রযোজক গ্লেন ওয়েইস একটি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘জোকার : ফোলি অ্যা ডিউক্স’ চলচ্চিত্রে চলমান কাজের কারণে অস্কারে পারফর্ম করবেন না লেডি গাগা। সিনেমাটিতে হোয়াকিন ফিনিক্সের জোকারের বিপরীতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করছেন গাগা। তিনি সিনেমার শুটিংয়ের মাঝামাঝি রয়েছেন। মনে হয় না যে তিনি নিজের চিরচেনা ছন্দে পারফর্ম করতে পারবেন, যা তিনি করে অভ্যস্ত। তাই তিনি পারফর্ম করতে যাচ্ছেন না।

তবে গ্লেন ওয়েইস নিশ্চিত করেছেন যে লেডি গাগা অনুষ্ঠানে যোগ দেবেন। অস্কারে উপস্থিত থাকবেন তিনি।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়ালে অভিনয় করছেন লেডি গাগা। এতে মুল ভূমিকায় রয়েছেন হোয়াকিন ফিনিক্স। এটি পরিচালনা করছেন টড ফিলিপস। প্রযোজনায় রয়েছেন টি ফিলিপস ও ব্র্যাডলে কুপার। বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি ২০২৪ সালে মুক্তি পাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে