রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩; সময়: ৮:৫৫ অপরাহ্ণ |
রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অডিটরিয়ামের দেওয়ালে লেখা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামফলক ছাত্রলীগ কর্তৃক প্রতিহিংসামূলক ভাবে মুছে ফেলার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর নাজমুল হক স্কুলের সামনে থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড় হয়ে বাটারমোড় মহিলা কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

উক্ত মিছিলে নেতৃত্বদেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন এবং মতিহার থানা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা,মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আলী আকাশ।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি পিয়ার,মাসুদুল হক মৃধা মোমিন,যুগ্ম সাধারণ সম্পাদক তানভির ইসলাম সুইট, রুবেল শেখ মেরাজ, রবিউল আওয়াল রাহাদ, লিটন আহম্মেদ, সারওয়ার জাহান সম্রাট, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রিদয়, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান রাজন, মতিহার থানা উত্তর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম সরকার, সদস্য মেহেদী হাসান, ৩০ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তুহিন ইসলাম বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি শাকিল, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম লিমন, ২৮নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও ছাত্রদলের নামফলক ছাত্রলীগ কতৃক রং দিয়ে মুছে ফেলা হয়েছে। কিন্তু সাধারণ ছাত্র-ছাত্রী এবং জনগণের হৃদয় থেকে নাম মুছে ফেলা সম্ভব নয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে