চাঁপাইনবাবগঞ্জে এনজিও থেকে টাকা ফেরতের দাবীতে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩; সময়: ৮:২৪ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে এনজিও থেকে টাকা ফেরতের দাবীতে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কমসূচি পালন করে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ ও সমাজসেবা কাযালয়ের সামনে এ কমসূচি পালিত হয়।

ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কমসূচিতে ৫ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করে । এ সময় অনেকের হাতে মধু মতি এনজিও ও এর পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমানতের টাকা ফেরতের দাবী সম্বলিত প্লাকাড লক্ষ্য করা গেছে।

এ সময় অংশগ্রহণ কারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানীর শিকারের প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অজিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলা নিবাহী অফিসারকে একটি স্মারকলিপি দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে