গরমে এসি ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩; সময়: ১২:৫৮ অপরাহ্ণ |
গরমে এসি ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

পদ্মাটাইমস ডেস্ক : তীব্র তাপদাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রশান্তি দেয়। একসময় এই যন্ত্রটিকে বিলাসিতার উপকরণ মনে করা হলেও বিশ্বজুড়ে গরমের তীব্রতা বাড়তে থাকায় এটি এখন প্রয়োজনে পরিণত হয়েছে। তবে এই যন্ত্রটি কখনো কখনো নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।

বিশেষ করে এসি বিস্ফোরণের ফলে বাড়ছে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা। এর প্রধান কারণ হলো সঠিকভাবে এসি ব্যবহারের নিয়ম না জানা। তাই যাদের বাসা বাড়িতে বা অফিসে এয়ার কন্ডিশনার রয়েছে তাদের উচিত এর ব্যবহারে সতর্ক হওয়া।

এসি ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত-

এয়ার কন্ডিশনারকে এসব ক্ষতি ও বিস্ফোরণ থেকে রক্ষা করতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে।

এয়ার কন্ডিশনারের এয়ার ফিলটার নিয়মিত পরিষ্কার করুন যেন কোনো ময়লা জমাট বাধতে না পারে। এই কাজটি প্রতি মাসে একবার করা উচিত।

নিয়মিত এসির ফ্যান, কয়েল, কন্‌ডেন্সার ফিলটার পরিষ্কার করতে হবে। একটানা অনেক সময় এসি চালিয়ে রাখা যাবে না।

এসির ইউনিট বা ফ্যানে ময়লা জমে যেতে পারে, তাই সেটা ভালোমতো মুছে পরিষ্কার করতে হবে। এসির পাইপের কোথাও ব্লকেজ আছে কি না তা টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করতে হবে।

ঘরের ইলেকট্রিক ভোল্টেজ কম হলে এসির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এসি সংস্থাপনের আগে অবশ্যই বাসার ইলেকট্রিক ভোল্টেজ চেক করে নিতে হবে।

হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। রুমের আকার অনুযায়ী সঠিক মানের এয়ার কন্ডিশনার ক্রয় করতে হবে।

বৃষ্টিপাত বা বজ্রপাতের সময় এসি না চালানোই ভালো। দীর্ঘদিন এসি বন্ধ থাকলে চালু করার আগে ভালো সার্ভিস এক্সপার্টকে দিয়ে এসি পরীক্ষা করে চালু করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে