নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩; সময়: ৩:২৫ pm |
নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সকাল  সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহাইমিনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মহিলালীগ নেত্রী রঞ্জনা রানী, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার আয়শা খাতুন, ব্র্যাক এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান,ম্যানেজার আব্দুস সালাম, হেল্প অফিসার নিলুফা খাতুন,শিল্পী মুর্মু।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী ও আইবিপি প্রোগ্রামের কর্মকর্তাগণ, ডাসকো ফাউন্ডেশনের রিভাইব ও টেকসই প্রকল্পের কর্মকর্তাগণ।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে