পত্নীতলায় আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩; সময়: ৩:১৭ অপরাহ্ণ |
পত্নীতলায় আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : ” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, থানার ওসি পলাশ চন্দ্র দেব , মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান, ফায়ার স্টেশন ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেকটর রায়হান ইসলাম, ব্র্যাক এর জেলা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, কারিতাস বাংলাদেশ পত্নীতলা শাখার কর্মসূচী কর্মকর্তা একরামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,সাংবাদিক, সুধিজন এবং বিভিন্ন এলাকার নারীগণ।

এসময় ৩০ জন উদ্যোক্তা নারীর মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে