বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী বিদসের র্যালী
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩; সময়: ১১:১৫ am |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথ ভাবে এর আয়োজন করে।
ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা রহমান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের খান প্রমূখ।