চাঁপাইনবাবগঞ্জেবযথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জেবযথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, মুক্তিযোদ্ধা সংসদ, সংসদ সদস্যগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলার সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ বকুল।

আরও উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলালীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ও সকালে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা হয়েছে। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে