কচুয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩; সময়: ৪:২৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার খিলমেহের গ্রাম থেকে কচুয়া থানার এএসআই সজল বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হয়। ফরহাদ হোসেন উপজেলার খিলমেহের গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
আটককৃত সাজাপ্রাপ্ত আসামী ফরহাদ হোসেনকে মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।