পত্নীতলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩; সময়: ৪:১৬ অপরাহ্ণ |
পত্নীতলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদুজ্জামান সরকার এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ও ফাতেমা জিন্না ঝর্ণা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী সূধীজন প্রমূখ।

এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে