উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩; সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ |
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

পদ্মাটাইমস ডেস্ক :  কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবিব (৪২) নামে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে কয়েকজন দুষ্কৃতী।

সোমবার (০৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বালুখালী ক্যাম্প ৯ এর ব্লক-সি/০৬ এ ঘটনা ঘটে। নিহত নূর হাবিব ক্যাম্প-৯ এর নূর আবদুলের ছেলে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের উপঅধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বী বলেন, কয়েকজন অস্ত্রধারী দুষ্কৃতী রাত সাড়ে ১২টার দিকে এফসিএন-১১৮৭১৬ এর শেল্টারে ঢুকে নূর হাবিবকে বুকে ও পিঠের পেছনে দিকে দিয়ে গুলি করে।

‘খবর পাওয়ামাত্রই তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত নূর হাবিবকে আইওএমের হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর হাবিব মারা যান।’

এ ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করার পাশাপাশি তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এপিবিএন কর্মকর্তা খন্দকার ফজলে রাব্বী।

উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে