ট্রেন-হিউম্যান হলার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩; সময়: ১১:১০ অপরাহ্ণ |
ট্রেন-হিউম্যান হলার সংঘর্ষে নিহত ৩

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামের এয়ারপোর্ট রোডে তেলবাহী ট্রেনের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষে রেলওয়ের এক কর্মীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইপিজেড থানাধীন এয়ারপোর্ট রোডের মেঘনা অয়েলের অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ইপিজেড থানার ওসি আবদুল করিম জানান, তেলবাহী ট্রেন যাওয়ার সময় যাত্রীবাহী হিউম্যান হলারটি সজোরে আঘাত করে উল্টে যায়।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক।

নিহতরা হলেন, রেলের পয়েন্টসম্যান আজিজুল হক (৩০), যাত্রী আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)।

এসআই আতিক প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ওই স্থানে রেলের এক কর্মী সিগনাল দিলেও তা অমান্য করে হিউম্যান হলারটি এগিয়ে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটায়।

ওই ক্রসিংয়ে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচল করে না। শুধু তেলের ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনই ধীর গতিতে চলে। সেখানে কোনো গেইট নেই, ট্রেন যাওয়ার সময় রেলকর্মীর ইশারায় গাড়ি থামানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে