শিবগঞ্জে অবৈধ পুকুর খনন কাজ বন্ধ করল প্রশাসন
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩; সময়: ১১:১৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার (৬ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের উত্তর মকিমপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকালে উত্তর মকিমপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ড্রেজার চালকসহ অসাধু ব্যবসায়ীরা। পরে ফসলি জমিতে পুকুর খনন কাজ বন্ধ করা হয়। ভবিষ্যতে কেউ এমন অপরাধ করলে কঠিন শাস্তি আওতায় আনা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।