দুর্গাপুরে বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চুরির অভিযোগে আটক ২

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩; সময়: ১০:৩৬ অপরাহ্ণ |
দুর্গাপুরে বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চুরির অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়া উপজেলার সীমান্তবর্তী দোমাদী এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার হেঙ্গার ও তার চুরির অভিযোগে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগর পুলিশের বেলপুকুর বড় ধাদাশ গ্রামের মৃত আজিমুদ্দীনের ছেলে ভ্যানচালক জিয়ারুল ইসলাম ও পুঠিয়ার পলাশবাড়ী গ্রামের মৃত আজিয়ার মোল্লার ছেলে শ্রমিক আবু সেলিম। এ সময় পবিসের বানেশ্বর সাব জোনের লাইনম্যান আব্দুল লতিফ পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর বিল থেকে বিদ্যুতের ট্রান্সফরমার হেঙ্গার ও তার চুরি করে পুঠিয়া বেলপুকুর ইউনিয়নের দোমাদী বাজার দিয়ে ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় ভ্যানভর্তি বিদ্যুতের জিনিসপত্র এবং ভ্যান সহ তাদেরকে আটক করে। এ সময় বেলপুকুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান। অপরদিকে ঘটনাটি দুর্গাপুর থানা এলাকাই হওয়ায় পরবর্তীতে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পুঠিয়া জোনের সহকারী প্রকৌশলী আল মামুন জানান, বিষয়টি আমি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার, পল্লী বিদ্যুতের ডিজিএম, বেলপুকুর থানা এবং দুর্গাপুর থানাকে অবহিত করি। অফিসের লোকও সেখানে পাঠানো হয়। তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে আমি নিজে বাদী হয়ে মামলা করবো।

পবিসের পুঠিয়া জোনের ডিজিএম ইয়াকুব আলী শেখ জানান, ঘটনার খবর শুনে বানেশ্বর কেন্দ্রের ইনচার্জ সুজনকে ফোন দিয়েছি। পরে আমাদের অফিস থেকে সেখানে লোক পাঠিয়েছি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, খবর পেয়ে থানা পুলিশ সেখানে পাঠিয়েছি। পল্লী বিদ্যুতের লোকজন জড়িত আছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে