ফেসবুক, ইনস্টার বিতর্কিত প্রোগ্রাম সংশোধন করবে মেটা

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩; সময়: ৪:৫৯ অপরাহ্ণ |
ফেসবুক, ইনস্টার বিতর্কিত প্রোগ্রাম সংশোধন করবে মেটা

পদ্মাটাইমস ডেস্ক : ফেসবুক ও ইনস্টাগ্রামের ক্রস-চেক প্রোগ্রাম সংশোধন করতে সম্মতি জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম দু’টির মূল প্রতিষ্ঠান মেটা। টেক প্রতিষ্ঠানটি জানায় নিয়মিত রিপোর্টিংয়ের মাধ্যমে এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছতার আওতায় আনা হবে।

ক্রস-চেক প্রোগ্রামটি হাই প্রোফাইল ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেম থেকে অব্যাহতি দেয়।

ওভারসাইট বোর্ড সম্প্রতি ক্রোস চেক সিস্টেম নিয়ে ৩২টি প্রস্তাবনা দিয়েছে। মেটা এরমধ্যে ১১টি প্রস্তাবনা সম্পূর্ণভাবে সংশোধন করেছে। ১৫টি প্রস্তাবনাকে আংশিক সংশোধন করেছে।

বাকি প্রস্তাবনার মধ্যে ১টির সম্ভাব্যতা যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। বাদবাকি ৫টি প্রস্তাবনা নিয়ে কোনো ধরনের অ্যাকশন নেয়নি মেটা।

সামাজিক যোগাযোগমাধ্যমটি জানিয়েছে, আমরা কীভাবে এই সিস্টেমটি পরিচালনা করতে পারি, এ নিয়ে কয়েক বছর ধরে বোর্ড এবং অন্যান্য স্টেকহোল্ডারদের মতামত নিয়েছি। এসবের ওপর ভিত্তি করে উল্লেখযোগ্য পরিবর্তন আনার চেষ্টা করছি।

মেটা জানায়, আমরা ক্রস-চেকের অপারেশনাল সিস্টেমগুলোও পরিবর্তন করব।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বোর্ডের অংশ হিসেবে আমরা মেটার সিস্টেম এবং নীতি সম্পর্কে অনেক কিছু জেনেছি। জনসাধারণও জেনেছে।

তবে ওভারসাইট বোর্ড জানিয়েছে, আগামী দিনগুলোতে তারা মেটার সুনির্দিষ্ট কার্যক্রমের ওপর নিজস্ব মতামত দেওয়া অব্যাহত রাখবে।

ওভারসাইট বোর্ড বলেছে, মেটার প্রতিক্রিয়ার বেশ কয়েকটি দিক আমরা আরও স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য সুপারিশ করেছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে