বাঘায় জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩; সময়: ৩:২৭ অপরাহ্ণ |
বাঘায় জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক,বাঘা : চলতি মার্চ মাসে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৩ উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে দিবসটি পালনের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দীক, নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, উপজেলা নারি ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, মোজাহার আলী মহিলা কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, বাঘা থানার সহকারি পুলিশ পরিদর্শক(এসআই) প্রজ্ঞাময় মন্ডল, চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে