বদলগাছীতে প্রতারক চক্রের মূলহোতা নাসির গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩; সময়: ৩:২৪ অপরাহ্ণ |
বদলগাছীতে প্রতারক চক্রের মূলহোতা নাসির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা নাসির হোসেন (২৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

রবিবার ৫মার্চ দিবাগত রাত সাড়ে দশ টার দিকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির হোসেন ওই এলাকার মোজাম্মেল হক মন্ডলের ছেলে।

সোমবার ৬ মার্চ সকাল সাড়ে দশটার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত নাসির ওরফে পাঙ্কু ৩ জনের একটি সিন্ডিকেট রয়েছে তিনি সেটির মূলহোতা। তাদের এই সিন্ডিকেট ২০১৮ ইং সাল থেকে সাধারণ ও দরিদ্র লোকজনের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে আবার কখনও জাল নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের চাকুরি দেয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

২০১৯ ইং সালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি দেওয়ার জন্য দুই জন প্রার্থীর কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা নিয়ে তাঁদেরকে ভূয়া নিয়োগপত্র দেয়। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী ভূয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এরপর ভুক্তভোগীরা জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে বিচার পাওয়ার আশায় অভিযোগ করেন।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো: মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে একটি অভিযানিক দল কয়েকটি জাল নিয়োগপত্রসহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন,প্রতারনার অভিযোগে ভুক্তভোগী হারুনুর রশিদ বাদী হয়ে রোববার রাতেই একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার নাসিরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।#

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে