বঙ্গবন্ধু কলেজ শিক্ষকের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩; সময়: ২:৪৮ pm |
বঙ্গবন্ধু কলেজ শিক্ষকের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কলেজের দুই শিক্ষকের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (৫ মার্চ) সকালে বঙ্গবন্ধু কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানানো হয়।

বক্তব্য দেন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এসময় তিনি মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে একত্বতা ঘোষণা করেন। এছাড়া কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শাফি, সমাজকর্ম বিভাগের রবি, রাকায়েত হোসেন, অনিক, হাসিকুল ইসলাম, কলেজের সাবেক শিক্ষার্থী রুবেল।

এসময় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামন ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. গিয়াস উদ্দিনের উপরে অতর্কিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে