বড়াইগ্রামে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩; সময়: ২:২৪ অপরাহ্ণ |
বড়াইগ্রামে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।

এবারের উন্মুক্ত কৃষি প্রযুক্তি সম্ভারসহ ১২টি প্রদর্শনী ষ্টল মেলায় অংশ গ্রহণ করেছে। এরমধ্যে কৃষিতে ডিজিটাল সেবা, কৃষিতে যান্ত্রিকিকরণ, প্লান্ট ডাক্তার ক্লিনিক, নিরাপদ জৈব সার প্রস্তত কম্পানি ৩টি, নিরাপদ বীজ উৎপাদন ১টি, নিরাপদ মধু উৎপাদন ১টি, জয় কৃষি খামার ও ৪টি নার্সারী অংশ গ্রহণ করেছে। তবে এবারের মেলায় দর্শকদের নজর কেরেছে শষ্য দানায় বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।

ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, স্থানীয় সাংসদ পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের খান, কৃষক প্রতিনিধি এএইচএম কামাল প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে