চারঘাটের বাসুদেবপুর স্কুলের নিয়োগ নিয়ে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩; সময়: ১১:৫১ পূর্বাহ্ণ |
চারঘাটের বাসুদেবপুর স্কুলের নিয়োগ নিয়ে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ফুলতলা বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারির তিন পদের নিয়োগ নিয়ে অপপ্রচারের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আজিজুল আলম।

রোববার এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, রাজশাহী থেকে প্রকাশিত পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘চারঘাটের বাসুদেবপুর স্কুলে গোপনে নিয়োগ বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে সংবাদে যে তথ্য সরবরাহ করা হয়েছে তা ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রনোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য একটি সার্থন্বেষী মহল মিথ্যা তথ্য সরবরাহ করেছে।

বিবৃতিতে আজিজুল আলম আরও বলেন, বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় নাই । এই নিয়োগের বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি যে সিদ্ধান্ত দিবেন সেই মোতাবেক কাজ করবো। এখানে কারও একক সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। – বাণিজ্যিক

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে