করোনা ভ্যাকসিন আবিষ্কারক রাশিয়ান বিজ্ঞানীকে হত্যা

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩; সময়: ১০:৩২ পূর্বাহ্ণ |
করোনা ভ্যাকসিন আবিষ্কারক রাশিয়ান বিজ্ঞানীকে হত্যা

পদ্মাটাইমস ডেস্ক :  তার নাম আন্দ্রে বটিকভ। ২০২০ সালে স্পুটনিক-ভি কোভিড ভ্যাকসিন তৈরি করা ১৮ জন বিজ্ঞানীর মধ্যে তিনিও একজন।

জানা যায়, তার মস্কো অ্যাপার্টমেন্টে একজন অনুপ্রবেশকারী ঢুকে টাকা নিয়ে তার সঙ্গে তর্ক শুরু করে। এক পর্যায়ে আন্দ্রে বটিকভের গলায় বেল্ট দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ২৯ বছর। তাকে আন্দ্রে বটিকভ হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযুক্ত এর আগে অন্য একটি গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে বিজ্ঞানীকে হত্যার কথা স্বীকার করেছেন।

রাশিয়ান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আলেক্সি জেড। এর আগে তিনি যৌন পরিষেবা দেওয়ার জন্য ১০ বছরের কারাদণ্ড ভোগ করেছেন।

উল্লেখ্য, আন্দ্রে বটিকভ, করোনা মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারের জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে থেকে বিশেষ সম্মাননা পুরষ্কার পান। ২০২১ সালে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ৪৮ বছরের এই বিজ্ঞানী ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির একজন সিনিয়র গবেষক হিসেবে কাজ করতেন।

স্পুটনিক-ভি ছিল কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রথম নিবন্ধিত ভ্যাকসিন। সম্প্রতি মৃত অবস্থায় পাওয়া রাশিয়ান কয়েকজন বিশিষ্টজনের মধ্যে বটিকভ অন্যতম। সূত্র-ডেইলি মেইল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে