আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের মত বিনিময় সভা

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩; সময়: ৮:৪৬ pm |
আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পূর্তি ও অনলাইন থেকে অফলাইনে আত্মপ্রকাশ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাণীনগর উপজেলার শফিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (অব:) এসএম আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুবাল এ্যাসোসিয়েশন ফর নিউট্রিশন ইমপ্রুভমেন্ট (রানি) এর প্রধান নির্বাহী ফজলুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

অন্যদের মধ্যে সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য মুক্তিযোদ্ধা এসএম মমতাজুর রহমান, রেজাবুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মুরাদ মৃধা, কোষাধক্ষ্য রাজিব ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সুমন প্রামানিক, স্বাস্থ্য ও চিকি’সাসেবা বিষয়ক সম্পাদক ফরহাদ রেজা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি আসমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভা উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে