শিবগঞ্জে সাবেক সচিব জিল্লার রহমানের উঠান বৈঠক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৩; সময়: ৮:৪৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরে উঠান বৈঠক করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান।
শুক্রবার রাতে কানসাট ঘাট মোড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
তাহলে দেশ ও জাতির উন্নয়ন হবে। এ সময় উপস্থিত ছিলেন, দূর্লভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বাবু, আবদুল করিম মিয়া, কানসাট বঙ্গবন্ধু পরিষদ সভাপতি হাবিবুল্লাহ ও সাদিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।