জলসা বন্ধের বিক্ষোভে পুলিশ-মুসল্লি সংঘর্ষ

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
জলসা বন্ধের বিক্ষোভে পুলিশ-মুসল্লি সংঘর্ষ

পদ্মাটাইমস ডেস্ক : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষ হয়।

মুসল্লি ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে সমবেত হন। পরে তাঁরা মিছিল বের করেন। মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে ক্ষুব্ধ মুসল্লিরা শহরের ধাক্কামারা এলাকার ট্রাফিক পুলিশের কার্যালয় পুড়িয়ে দেন।

ঘটনাস্থলে মুখোমুখি পুলিশ ও মুসল্লিরা। দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারও ঘটনাস্থলে আছেন। মুসল্লিদের হামলায় পুলিশ ও বিজিবির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে।

সুপার এসএম সিরাজুল হুদাজানান, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে সমবেত হয়ে মিছিল বের করেন। আকস্মিক মিছিল থেকে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ক্ষুব্ধ মুসল্লিরা শহরের ধাক্কামারা এলাকায় গিয়ে ট্রাফিক পুলিশের কার্যালয়ে অগ্নিসংযোগ করলে কার্যালয়টি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আছেন। মুসল্লিদের হামলায় পুলিশ ও বিজিবির গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখার সময় থমথমে অবস্থা বিরাজ করছিল। আহমদ নিলেও ক্ষুব্ধ আন্দোলনকারীরা ভাংচুর করছিল। তবে পুলিশ নিয়ন্ত্রণে চেষ্ঠা করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে