কচুয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩; সময়: ৫:০৫ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আবু ইউসুফ নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এএসআই রমজান সঙ্গীয় ফোস নিয়ে তাকে আটক করে।
তার বিরুদ্ধে এনআইএ্যাক্ট এর ১৩৮ ধারায় সিআর সাজা ওয়ারেন্ট ও জিআর ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত সাজাপ্রাপ্ত আসামী আবু ইউসুফ কচুয়া গাউছিয়া ফার্নিচার এলাকার আব্দুল মান্নানের ছেলে। আটককৃত আবু ইউসুফকে শুক্রবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।