বাপুস সুজানগর উপজেলা শাখার নাইস সভাপতি, রেজাউল সাধারণ সম্পাদক ও মোশারফ কোষাধ্যক্ষ

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩; সময়: ৪:৫১ pm |
বাপুস সুজানগর উপজেলা শাখার নাইস সভাপতি, রেজাউল সাধারণ সম্পাদক ও মোশারফ কোষাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : প্রকাশনা জগতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সভাপতি মো.মফিজ উদ্দিন চৌধুরী।

উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম।

সম্মেলনে বিআরডিবির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, বিআরডিবির সাবেক সভাপতি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরদার মধু, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মনিরুল আহসান, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম কোষাধ্যক্ষ রবিউল ইসলাম , ফজলুর রহমান (হাবিব লাইব্রেরী,সাতবাড়ীয়া বাজার), আব্দুল হান্নান ( সৃষ্টি লাইব্রেরী , পোড়াডাঙ্গা বাজার), মোসলেম উদ্দিন ( স্টুডেন্ট লাইব্রেরী, সুজানগর বাজার), উজ্জল হোসেন (উজ্জল বই বিতান,সুজানগর বাজার) হোসনেয়ারা (সাদ লাইব্রেরী, সুজানগর বাজার), আক্কাজ আলী (আক্কাজ লাইব্রেরী, বোনকোলা বাজার) মঞ্জুরুল ইসলাম (সুধা লাইব্রেরী, দুলাই বাজার), রইচ উদ্দিন (বিদ্যা নিকেতন লাইব্রেরী, দুলাই বাজার)সহ উপজেলার বিভিন্ন লাইব্রেরীর কর্ণধার উপস্থিত ছিলেন।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাদিকুল ইসলাম নাইস(নিতু লাইব্রেরী, সুজানগর বাজার) সভাপতি, রেজাউল করিম (বুক কর্ণার,তাঁতিবন্দ বাজার) সাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন(বই মেলা,সুজানগর বাজার) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার নতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নির্বাচন পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে