দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩; সময়: ৪:৪২ অপরাহ্ণ |
দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অসুস্থ আছে তাদেরকেও সরকার ভুলে যায় নি। বঙ্গবন্ধু কন্যার সময়ে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নত হয়েছে। আজকে সবার মৌলিক চাহিদা পূরণ করছেন। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে সরকার।

শুক্রবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির আওতায় ১৪০ জন রোগীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লাখ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার  মিলন মাহমুদসহ আরও অনেকে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে