৯০ বছর বয়সে আধার কার্ড পেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩; সময়: ৪:১২ অপরাহ্ণ |
৯০ বছর বয়সে আধার কার্ড পেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

পদ্মাটাইমস ডেস্ক : অবশেষে ৯০ বছর বয়সে এসে ‘আধার কার্ড’ (ভারতের অন্যতম জাতীয় পরিচয় পত্র) পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পাসপোর্টের পরই জাতীয় পরিচয় পত্র হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ নথি এই আধার কার্ড।

বৃহস্পতিবার অমর্ত্য সেনের আধার কার্ড তৈরির একটি প্রামাণ্যচিত্র প্রচার করে ভারতীয় ডাক বিভাগ।

নোবেলজয়ী এ অর্থনীতিবিদের এতদিন কোনো আধার কার্ড ছিল না। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের বোলপুর মহকুমা প্রশাসকের কাছে আধার কার্ড পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার এ আবেদনের কথা জানানো হয় ভারতীয় ডাক বিভাগকে। সঙ্গে সঙ্গে উদ্যোগী হয় তারা।

প্রবীণ ও শ্রদ্ধেয় এ মানুষটিকে যেন কষ্ট করে সরকারি দফতরের রুমে রুমে ঘুরতে না হয়, সে জন্য শান্তিনিকেতনের ‘প্রতীচী’ নামক বাড়িতেই পৌঁছে যায় ডাক বিভাগের একটি ইউনিট। সেখানেই সব কাজ সারা হয় এবং পুরো প্রক্রিয়াটি ক্যামেরাবন্দি করে রাখা হয়।

সেই ফুটেজ দিয়ে একটি তথ্যচিত্র তৈরি করে বৃহস্পতিবার ভারতের ডাক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়।

অমর্ত্য সেনের মতো বিখ্যাত ব্যক্তির আধার কার্ড করে দিতে পেরে নিজেদের গর্বিত বলে মনে করছেন বীরভূম জেলা ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট সুব্রত দত্ত।

তিনি বলেন, আমাদের কাছে এটা গৌরবের। বলাই বাহুল্য, তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমরা একটি ইউনিট সব সরঞ্জাম নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম। ডাক বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তার আধার কার্ড তৈরি করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে