বসতঘরে মিললো প্রবাসীর স্ত্রীর মরদেহ

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩; সময়: ৩:৩০ pm |
বসতঘরে মিললো প্রবাসীর স্ত্রীর মরদেহ

পদ্মাটাইমস ডেস্ক : মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে আকলিমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকলিমা শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের ইতালি প্রবাসী শাহালম ফকিরের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

জানা গেছে, ওই ঘরে একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে বসবাস করতেন আকলিমা। সকালে মেয়ে ঘুম থেকে উঠে মাকে ভিন্ন বিছানায় দেখতে পান।

অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙায় পাশের বাড়ির লোকদের ডেকে আনেন। প্রতিবেশীরা এসে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, ওসি আনোয়ার হোসেন ও পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। তবে আকলিমা বিবস্ত্র ছিলেন এবং কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখ।

শরীরের বিভিন্ন অংশেও রয়েছে আঘাতের চিহ্ন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে