নির্বাচন ব্যবস্থা পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি : সিইসি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩; সময়: ৩:১৯ অপরাহ্ণ |
নির্বাচন ব্যবস্থা পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি : সিইসি

পদ্মাটাইমস ডেস্ক : দেশের নির্বাচন ব্যবস্থা এখনো পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা কিন্তু একটা সংকটে আছি এতে কোনো সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনও রাজনৈতিক ঐকমত্য দেখতে পাচ্ছি না। এখানে ঐকমত্য খুব বেশি প্রয়োজন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার (২ মার্চ) এক আলোচনা সভায় সিইসি এ সব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধের ভিত্তিতে যদি নির্বাচনটা হয়, তাহলে রাজনৈতিক সংকট উদ্ভূত হওয়ার সম্ভাবনাটা তিরোহিত হয়ে যায়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের আস্থা বর্ধিত করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের দায়িত্ব রয়েছে। নির্বাচন আয়োজক হিসেবে ভোটার এডুকেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা একটা খাবার তৈরি করে নিজেরাই খেয়ে ফেলবো না। ভোটার দিবসে আমরা যদি আরও অনেক বিশিষ্টজন ও অংশীজনদের আমন্ত্রণ জানাতে পারি বা তাদের সমবেত করতে পারি, তাহলে তারও একটা ইতিবাচক ফল হতে পারে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে