১০০ পেরোতেই তিন উইকেট নেই ইংল্যান্ডের

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩; সময়: ২:৩৫ pm |
খবর > খেলা
১০০ পেরোতেই তিন উইকেট নেই ইংল্যান্ডের

পদ্মাটাইমস ডেস্ক : সিরিজে ফেরার লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। অন্যদিকে আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে ইংলিশদের। এমন ম্যাচে জস বাটলারের দলকে ব্যাট হাতে সুবিধা করতে দিচ্ছে না স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২৩ ওভারে তিন উইকেটে ১১৩ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের হয়ে জেসন রয়ের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ফিল সল্ট। প্রথম ছয় ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার।

সপ্তম ওভারে এসে আনন্দের উপলক্ষ পায় স্বাগতিক দল। তাসকিন আহমেদের বল সল্টের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর কাছে। দারুণ দক্ষতায় ডাইভ দিয়ে বলটি তালুবন্দী করেন তিনি। সল্ট ফেরেন ৭ রানে।

দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন রয় ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান। ১১ রানে মালান ফিরলে ভাঙে এ জুটি। এর আগে ৫৪ বলে ক্যারিয়ারের ২২তম অর্ধশতক পূরণ করেন রয়।

চারে নেমে এদিনও সুবিধা করতে পারেননি জেমস ভিন্স। এ ব্যাটার ৫ রান করে সাজঘরে ফেরেন। রয়কে সঙ্গে নিয়ে এখন দলকে এগিয়ে নিচ্ছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৭৫ ও ১০ রানে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে