আজ ইংল্যান্ড দলে খেলছেন সাকিব
পদ্মাটাইমস ডেস্ক : ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আক্ষেপের হার দিয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। সমতা ফেরাতে বাংলাদেশের সামনে আজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে সফরকারীদের নজর থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।
দুই দলের সমীকরণ ভিন্ন ভিন্ন হলেও লক্ষ্য এক ও অভিন্ন। আর তা হচ্ছে জয় নিয়ে মাঠ ছাড়া। যে লক্ষ্যে শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।
অন্যদিকে সফরকারী দল ইংল্যান্ড একাদশে এসেছে দুটি পরিবর্তন। ক্রিস ওকস ও জোফরা আর্চারের জায়গায় দলে এসেছেন স্যাম কুরান ও সাকিব মাহমুদ। অর্থাৎ বাংলাদেশের মতো ইংল্যান্ড দলেও খেলছেন সাকিব নামের ক্রিকেটার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক). উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কুরান, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।