নওহাটা পৌর আ.লীগের সাবেক সভাপতির স্ত্রীর চিকিৎসা সহায়তার ১০ লাখ টাকার চেক প্রদান

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
নওহাটা পৌর আ.লীগের সাবেক সভাপতির স্ত্রীর চিকিৎসা সহায়তার ১০ লাখ টাকার চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওহাটা পৌর আ’লীগের সাবেক সভাপতি আব্দুল বারী খানের স্ত্রী খালেদা বানুর চিকিৎসা সহায়তার জন্য ১০ লাখ চেক তুলে দিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে নওহাটা পৌরসভার ২নং ওয়ার্ডের টিকরীপাড়া গ্রামে আব্দুল বারী খানের নিজ বাড়িতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর ক্রাণ তহবিল থেকে প্রাপ্ত এই চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক পিনু মোল্লাহ, জেলা পরিষদের মহিলা সদস্য শিউলী রানী সাহা, পবা উপজেলা আওয়াম ীলীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা যুবলীগের সম্পাদক কাজী মোজাম্মেল হক।

আব্দুল বারী খান বলেন, বেশ কিছুদিন থেকে তার স্ত্রী খালেদা বেগম ব্রেন টিউমারে ভূগছেন। এর আগেও দুইবার অপারেশন করা হয়েছে। এসব চিকিৎসার ভার বহন খুবই ব্যয়বহুল।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে