শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৬:৪৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু প্রমুখ।