শিবগঞ্জের নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৬:৪৩ pm |
শিবগঞ্জের নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিখোঁজ হওয়ার আটদিন পর মিনিয়ারা বেগম মিনি (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে সদর উপজেলার চৈতন্যপুর ঘোষাডাইং মাঠের একটি গমক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিনিয়ারা মিনি শিবগঞ্জ উপজেলার ধাইনগরের চৈতন্যপুর গ্রামের বাক্কার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় বাক্কার আলীর স্ত্রী মিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় সেদিনই নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূর স্বামী বাক্কার আলী।

নিখোঁজের পর বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ একটি গমক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, মাঠের একটি গম ক্ষেতে মরদেহ পড়ে আছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করতে গিয়ে জানা যায়, ওই গৃহবধূ গত আটদিন পূর্বে নিখোঁজ হয়েছিল। কয়েক দিন ধরে মরদেহ পড়ে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশ গোলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে