পত্নীতলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২, ২০২৩; সময়: ৬:৩৭ অপরাহ্ণ |
পত্নীতলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ভোটার হব নিয়ম মেনে-ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার ( ২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ জানান উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৮ হাজার ৭৯৭ জন, এছাড়াও নতুন ভোটার নিবন্ধন, তথ্য হালনাগাদ সহ অন্যান্য সেবা নিয়মিত ভাবে অব্যাহত আছে ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে